গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আড্ডা-সরাইগাছী সড়কের দিঘামোড়ে এ দূর্ঘটনা ঘটে।স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নওগাঁর সাপাহার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জগামী ধানবোঝাই একটি ভটভটি নিয়ন্ত্রন হারিয়েছে রাস্তার পাশে উল্টে েিগলে ৬জন ধানকাটা শ্রমিক আহত হয়। খবর পেয়ে রহনপুর ফায়ারসার্ভিস স্টেশনের সদস্যরা তাদের উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
আসে। এদের মধ্যে গুরুতর আহত শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের আলমগীর (৩২) ও একই উপজেলার বালুটুঙ্গী গ্রামের একরামুলের ছেলে সেনারুল (৩০) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলমগীর রাস্তায় মারা যায়। এছাড়া শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের শহিদুল ও আমিনুল,হাউসনগর গ্রামের নাসির এবং বালুটুঙ্গী গ্রামের মিজানুর গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
খবর ২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।