গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন মোটরসাইকেল আরোহী নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা (৩৫)। আজ রোববার দুপুর আড়াইটার দিকে রহনপুর-যাতাহারা সড়কের ডোবারমোড়ে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল (২৩, মুসলিমউদ্দিনের ছেলে মোবারক (৩১),
নুরতাজ আলীর ছেলে মোরসালিন (২০) ও মোটরসাইকেল চালক রাধানগর ইউনিয়নের কায়েমপুর গ্রামের আলতাসউদ্দিনের ছেলে সোহেল (৩৬)।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস জানায়, ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলির ৪ জন যাত্রী ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। অন্যজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এস/আর