গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠান প্রধান ও কাব লিডারদের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস গোমস্তাপুর উপজেলার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিশনার ও উপ-পরিচালক স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জ ড. চিত্রলেখা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা স্কাউটস কমিশনার মাহবুবউল হক, সম্পাদক জাহাঙ্গীর
আলী, সহ-সভাপতি ইকরামুল হক, লিডার ট্রেনার ইয়াহিয়া খান রুবেল প্রমুখ। সভায় প্রধান শিক্ষক ও কাব লিডারদের দল গঠন ও পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ স্কাউটসের নিয়ম নীতি তুলে ধরা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে ইউনিট গঠন ও পরিচালনা পরিপত্র নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে প্রধান অতিথি পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ রহনপুর পরিদর্শন করেন।
খবর ২৪ ঘণ্টা/আর