গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার শেখন কেন্দ্রগুলোতে ক্লাস শুরুর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে মৌলিক সাক্ষরতা প্রকল্পের বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার
মোহাম্মদ শামসুজ্জামান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব উদ্দিন, অগ্রদূত বাংলাদেশ, গোমস্তাপুর এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, সাংবাদিক আতিকুল ইসলাম আযম ও উপজেলা প্রোগ্রামার অফিসার সালাউদ্দিন কবির প্রমুখ। উল্লেখ্য উপজেলার ৩০০ টি শেখন কেন্দ্রে ১৮ হাজার শিক্ষার্থীকে অক্ষরজ্ঞান দান করার লক্ষ্যে ১৭ ডিসেম্বর থেকে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ক্লাস শুরু হবে বলে জানা গেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে