গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
মনোনয়নপত্র জমার শেষ দিনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী। ৩য় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন রেজা ও পার্বতীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার আলী খান। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক
সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলুবুল, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সাবেক রহনপুর পৌর কাউন্সিলার ও বিএনপি নেতা আশরাফুল হক, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, শ্রমিকলীগ নেতা ময়েনউদ্দিন ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী নুরুন্নেসা বাবলী, মহিলালীগ নেত্রী মর্জিনা বেগম, কুইন আরা খাতুন, শিরিন আক্তার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জোহনা খাতুন ও মাহফুজা খাতুন। উল্লেখ্য, চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস