গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মামুন নামে এক শীর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজার থেকে তাকে আটক করা হয়। গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আইনুল হক ও রনি কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে
অভিযান চালিয়ে উপজেলার শীর্ষ ডাকাত রহনপুর ইউনিয়নের বমপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে মামুন (৩২) কে আটক করে। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানা সহ আশেপাশের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। এছাড়া সে ওই মামলাগুলোর ওয়ারেন্টভুক্ত আসামি বলে তিনি জানান। এদিকে আটককৃত মামুনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
আর/এস