গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ওল্ড রাজশাহী ক্যাডেট এ্যাসোসিয়েসন (অরকা’র) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চৌডালা ইউনিয়নের প্রাক্তন ক্যাডেট খালিদের বাসভবন চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রাক্তন ক্যাডেট এ্যাড. মাইনুল ইসলাম খালিদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ
ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডা: মোঃ আনসারুল হক, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন মাস্টার, মোঃ আব্দুল খালেক মাস্টার ও সাহেবগ্রাম মহিলা দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মোঃ মনিরুল ইসলাম । প্রসঙ্গতঃ অনুষ্ঠানে ৬শ টি কম্বল বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এতিমখানার ইয়াতিম, প্রতিবন্ধী, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর