গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থা নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল রহনপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বিজিবি ক্যাম্পের সম্মুখে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পণ, মোমবাতি প্রজ্বলন, স্মরণ সভা ও দোয়া খায়ের। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শিহাব রায়হান। বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার প্রমূখ। এদিকে সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থার উদ্যোগে রহনপুর বিজিবি ক্যাম্পের সম্মুখে অবস্থিত গণকবর স্মৃতিস্তম্ভে আয়োজিত স্মরন সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সাংসদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, গোমস্তপুর থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান আনসারী মামলত, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ও মোস্তফা কামাল প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে