গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ২ টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের ইমামনগর গ্রামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ডাক্তার ইয়াসিন
আলী, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, এলজিইডি উপসহকারী ও প্রকৌশলী তরিকুল ইসলাম প্রমুখ। চলতি অর্থবছরের এলজিইডি”র আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ৪১৭৫ মিটার কংক্রিট রাস্তা নির্মাণ হবে। যা আলিনগর ও বাংগাবাড়ী ইউনিয়নের বিল অঞ্চলের অবস্থিত জমির ধান আনা নেওয়ার কাজে সহায়তা করবে। রাস্তা দুটি পুনর্ভবা নদীর উপর নির্মিত রামদাস ব্রিজের সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হবে।
খবর ২৪ঘণ্টা/এমকে