গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : গোমস্তাপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সুমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাবি’র রহনপুরস্থ সাবেক শিক্ষার্থীরা। শনিবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক শিক্ষার্থী আজিজ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালেহ ও সদর আলী রিপন। সংবাদ সম্মেলনে এ ঘটনায় জড়িত মূল আসামী জুনাইদুল হক জিম সহ অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এস/আর