গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি পরিত্যক্ত রাইস মিল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকার মার্চেন্ট রাইস মিলের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। ওই যুবক নওগাঁর নিয়ামতপুর উপজেলার ফুলছড়ি গ্রামের আশ্বিন বর্মনের ছেলে উৎপল (২৪)।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, ওই যুবকের শ্বশুরালয় উপজেলার রহনপুর ইউনিয়নের পীরপুর গ্রামে। সোমবার বিকেলে স্থানীয়রা বংপুর এলাকার একটি পরিত্যক্ত রাইস মিলের একটি আমগাছে তার ঝুলন্ত লাশ দেখেতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। বেশকিছুদিন থেকে সে মানসিক সমস্যায় ভূগছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
খবর ২৪ ঘণ্টা/আর