বাগান থেকে নৃশংসভাবে হত্যা করা এক যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার
করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি
উদ্ধার করা হয়।
মরদেহটি উপজেলার রাজারামপুর বালুগ্রাম এলাকার মৃত কবিরুল ইসলামের ছেলে
মেহেরুল ইসলামের (৩৩) বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে মৃত মেহেরুলের মামা ফজলুর রহমান জানান, মেহেরুল নাচোল উপজেলার
একটি পেয়ারা বাগানে কাজ করতো। গতকাল রবিবার সে বাসায় আসে। রাত আটটার দিকে
সে বাড়ি থেকে বের হলেও রাতে সে আর বাসায় ফেরেনি। পরে সকালে বাড়ির অদূরে
একটি আমবাগানে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস
জানান, সোমবার সকালে স্থানীয়রা আম বাগানে চলাচলের সময় একটি মরদেহ দেখতে
পায়। পরে তারা গোমস্তাপুর থানায় খবর দিলে গোমস্তাপুর থানা পুলিশ মরদেহটি
উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ
করেছে।
এদিকে দূর্বৃত্তরা মরদেহের চোখ উপড়ে ফেলেছে ও গোপণাঙ্গ কেটে নিয়েছে বলে
নিশ্চিত করেনে ওসি দিলিপ। তবে কে বা কার কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে
তা প্রাথমিকভাবে জান তে পারেন নি তিনি।