গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী পালন করেছে। উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, বীর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গকে সংবর্ধণা প্রদান, কুচকাওয়াজ ও
শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন,পুরস্কার বিতরণী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্ত¡রে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিমউদ্দিনসহ সরকারী-বেসরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর