গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন তরুর শনিবার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত শুক্রবার রাত ১০টা ২০মিনিটের দিকে দুর্গাপুর গ্রামের তার নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। শনিবার সকাল ১১ টা ১৫ মিনিটের সময় বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর আমবাগানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দূর্গাপুর আমবাগানের গোরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান, সাবেক উপাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এস এম জাকারিয়া ও সাংবাদিক আতিকুল ইসলাম আযম সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সর্বস্তরের জনসাধারন।
খবর২৪ঘণ্টা,কম/জন