চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে অধিগ্রহণকৃত জমির চেক বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ সংলগ্ন মডেল মসজিদ তৈরির নির্ধারিত স্থানে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, ভূমি অধিগ্রহণ
কর্মকর্তা (চাঁপাইনবাবগঞ্জ) ইকবাল হোসেন, সাবেক কলেজ শিক্ষক নুরুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি কাউসার জামান প্রমুখ। প্রসঙ্গত 45 শতক জমির উপর এ মসজিদ নির্মাণের লক্ষ্যে 45 লক্ষ টাকার বিনিময়ে এ জমি অধিগ্রহণ করা হয়।
আর/এস