সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হলো ৩৩ হাজার শিশুকে

omor faruk
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনে ৩৩ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১৯২ টি কেন্দ্রে শিশুদের “এ” ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ১৪ জন প্রতিবন্ধী শিশু সহ ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭৯০ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ২৯৯ জন শিশু রয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৬

থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৬৩ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৫৯৪ জন। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান জানান, বাদ পড়া শিশুরা আগামী পাঁচ দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে এসে ভিটামিন “এ” ক্যাপসুল গ্রহণ করতে পারবে।

খবর/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।