গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সচেতন যুব সমাজের আয়োজনে র্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনার মাধ্যমে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা জসিম উদ্দীন, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সচেতন যুব সমাজের আহবায়ক সাংবাদিক সারওয়ার জাহান সুমন। আলোচনা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই