গোমস্তাপুর সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক সহ স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র তারিক
আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ, সততা স্টোর স্থাপনে প্রণোদনা ও ৩৫ জন ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের কবুলিয়তনামা প্রদান করেন। এর আগে তিনি গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ ও পরে গোমস্তাপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
আর/এস