চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসিসহ দুজন নিহত হয়েছে।বৃহস্প্রতিবার (১২ আগস্ট) সকালে জেলার গোমস্তাপুরে এ ঘটনা ঘটে।এসব তথ্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।
নিহতরা হলেন, উপজেলার পার্ববর্তীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা এলাকার আদিবাসি মৃত ঝাড়িয়ার ছেলে বিদয় উঁরাও (৫০) ও বড়দাদপুর ইউনিয়নের স্কুলপাড়া এলাকার এমরানের ছেলে ইয়াসিন (১৪) নামের এক তরুণ।
ওসি দিলিপ জানান, সকালে বিদয় উঁরাও (৫০) তার বাড়িতে বসে ছিলেন।এসময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।অন্যদিকে ইয়াসিন (১৪) তার বাড়িতে পোষা গরুর জন্য ঘাষ কাটতে গেছিল মাঠে, এ সময়ে বজ্রাঘাতে তার প্রাণ যায়।
গোমস্তাপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এস/আর