গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে রহনপুর পৌর এলাকার নুনগোলায় ব্র্যাক অফিসের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওই ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জিয়াউল হক (৩৫)। ১৬ বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে
বিজিবি সদস্যরা রহনপুর-ভোলাহাট সড়কের নুনগোলা এলাকায় টহল দেওয়ার সময় একজন পথচারীকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় বিজিবির সদস্যরা তার শরীরে তল্লাশী চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাকে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।