গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ১৬০ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার এক আমবাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের আবুল হাসানের ছেলে আবুল হায়াত ভুটু (৩৮)। এ সময় তার কাছ থেকে একটি হিরো কোম্পানির মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবি রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার অশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রহনপুর ভোলাহাট সড়কের মকরমপুর ব্রীজ এলাকায় একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এই সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে তার কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল ও তার ব্যবহৃত হিরো কোম্পানির হিরো স্পেøন্ডার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর রাজশাহী হ-১১-০৩১৪। পরে তাকে জব্দকৃত মালামাল সহ গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই