গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবুল আক্তার। প্রসঙ্গত এ অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই উপহার দেয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/আর