গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। সোমবার স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ২ জন করোনা রোগী সনাক্ত হয়। এর মধ্যে একজন ৭ বছরের শিশু। শিশুটির পরিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করলেও বর্তমানে তার নানার বাড়ী উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামে অবস্থান করছে বলে জানা গেছে। অপরজন আলীনগর ইউনিয়নের
নাদেরাবাদ গ্রামের জনৈক ব্যক্তি (৩০)। তিনি ঢাকার গাজীপুর জেলার কাপাশিয়ায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। গত ১০ মে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, শিশুটির নানার বাড়ি ও ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
এমকে