গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে শ্রী শ্রী শ্যামরায় দেবত্তর ষ্টেটের সকল সম্পত্তি রক্ষার দাবীতে মাববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। রহনপুর বাজার দূর্গা মন্দির থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রহনপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী গৌতম রায় ও মিনু বর্মন, সাধারন সম্পাদক ডলার কুমার শাহা, রঞ্জনা রানী বর্মন, বলয় চন্দ্রশীল,নিরঞ্জন প্রসাদ প্রমুখ। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।