গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সর্বত্র যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের। প্রতিদিনের ন্যায় শুক্রবারও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, ওসি (তদন্ত) শামিম হোসেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও চন্দন কর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোকান খুলা রাখা ও বিনা প্রয়োজনে বাড়ি বাইরে বের হওয়ায় ১৬ জনকে ১২ হাজার ৫০ টাকা জরিমানা করেন। এদিকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিএসআই জাকির হোসেনের নেতৃত্ব ট্রাফিক পুলিশ রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।