চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সারাদেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো রহনপুর ইউনিয়নের গাছপুকুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে তসিকুল ইসলাম (৪২), পাথর পূজা গ্রামের চান মোহাম্মদের ছেলে হারুন (৪২) ও তার স্ত্রী শিল্পি খাতুন (৩২), রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি গ্রামের ছাবেদ আলীর ছেলে শুকুর উদ্দিন (৪৮), গোমস্তাপুর নিমতলা কাঠাল গ্রামের মৃত নুরুল হকের মেয়ে মাবিয়া খাতুন (৩০)। এরা সকলেই সাজাপ্রাপ্ত আসামী। অন্য চারজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব