
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিহাদ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের মফিজউদ্দিনের ছেলে।
 স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে কাশিয়াবাড়ি  ঘাটে ফুফুর সাথে সে গোসল করার জন্য নদীতে যায়। গোসল করার এক  পর্যায়ে পানিতে সে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।