1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনায় আটকের সংখ্যা বেড়ে ৫ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

গোমস্তাপুরে নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনায় আটকের সংখ্যা বেড়ে ৫

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আ’লীগ প্রার্থী জিয়াউর রহমানের প্রধান নির্বাচন অফিসে শুক্রবার রাতে ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরো একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, বাঙ্গাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, জামায়াত নেতা মাইনুল ইসলাম ও সাইদুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মানিক রায়হান। এদিকে শুক্রবার রাতের ওই ঘটনায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের বের করা বিক্ষোভ মিছিল থেকে বিএনপির বিভিন্ন নির্বাচনী অফিস ভাংচুর ও পোষ্টার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম। এ ঘটনায় তার পক্ষে শনিবার দুপুরে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম তুহিন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানকে শনিবার একটি লিখিত অভিযোগ দাখিল

করেছেন বলে জানা গেছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শুক্রবার রাতের ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করার পর গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ওই ঘটনায় জড়িত অন্যান্যদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। উলে¬øখ্য গত শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী সাবেক সাংসদ জিয়াউর রহমানের ব্যক্তিগত ও প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে ও শহরের গুরুত্বপূর্ণ স্থান কলেজমোড় এলাকায় একই সময়ে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস বাদী হয়ে শনিবার গোমস্তাপুর থানায়া একটি মামলা দায়ের করেছেন।

খবর ২৪ ঘন্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team