গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিবি পরিচয়ে মটর সাইকেল ছিনতাই করে পালিয়ে আসার সময় ২ ছিনতাইকারীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌর এলাকার কলেজমোড় এলাকা থেকে ওই ২ ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা হল, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের সানপুর গ্রামের দুরুল হুদার ছেলে তোহিদুল ইসলাম(২৫) ও অপরজন একই গ্রামের নাইমুল হকের ছেলে তোফিকুল ইসলাম(২৮)।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নাচোল
উপজেলার দানিয়াল গাছি গ্রামের মুকুলের বাড়িতে ডিবি পরিচয় দিয়ে বাড়ি থেকে তার নতুন ক্রয়কৃত মটর সাইকেল নিয়ে পালিয়ে আসার সময় রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় মটর সাইকেল সহ ২ ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় মটরসাইকেল মালিক মুকুল বাদি হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছে।
খবর ২৪ ঘণ্টা/আর