গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক আজমগীরকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে তাকে আটক করে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, উপজেলার বোয়ালিয়াা ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের এক সাড়ে ৩ বছর বয়সী শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী
যুবক ওই এলাকার আব্দুস সবুরের ছেলে আজমগীর (২৫) তার বাড়ীতে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিশুটির পিতা গোমস্তাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাতে বিকেলে শিশুটির ডাক্তারি পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়।
খবর ২৪ ঘণ্টা/আরএস