গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, গোমস্তাপুর ও তথ্য কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী
অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক এ কে এম তারিকুল আলম। এ কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
খবর ২৪ ঘণ্টা/আর