গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত হয়েছে। শুক্রবার রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কাঠিহার পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব আলী জানান, শুক্রবার সকালে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের কাঠিহার পাড়া এলাকায় পাওয়ার টিলার আরোহী রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া এলাকার মৃত জালাল উদ্দীনের
ছেলে আব্দুস সবুর (৪৮) ছিটকে রাস্তায় পড়ে গেলে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।