গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। দলীয় কর্মসূচীর মধ্যে ছিল রহনপুর কলোনী মোড়স্থ দলীয় কার্যালয়ে কোরআনখানি, কালো ব্যাচ ধারণ, জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া খায়ের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে। এসব কর্মসূচীতে সাবেক সংসদ সদস্য যথাক্রমে জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান যথাক্রমে হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ ও গোলাম রাব্বানী বিশস প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে বেসরকারী উন্নয়ন সংস্থা উষা জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।
খবর২৪ঘন্টা/নই