গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এতে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, স্কুল শিক্ষক মৃনাল কান্তি দাস, ছাত্র-ছাত্রীদের পক্ষে ক্ষুদে বিজ্ঞানী শাকিব আহমেদ শান্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আর/এস