গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলোনি মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস,
উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার মোহাম্মদ শামসুজ্জামান ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাতাব উদ্দিন প্রমুখ। এছাড়া র্যালি ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, স্কাউট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে