গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “দুর্যোগ ঝুকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা চত্ত¡র থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিষদের চোয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলী হাবিবুর রহমান, রহনপুর ফায়ার সার্ভিসের ভারঃ স্টেশন অফিসার মাহবুব আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর তদন্ত কেন্দ্রের এসআই সোহরাব আলী, সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সিনিয়র ফায়ারম্যান রেজাউল করিমের পরিচালনায় ভূমিকম্প, অগ্নিকান্ড, করোনা ভাইরাস বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়।
খবর২৪ঘন্টা/নই