গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মৃত ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে। শুক্রবার সকাল ৮ টার দিকে আব্দুর রাজ্জাক বাড়ী সংলগ্ন আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রহনপুরস্থ উপজেলা
স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক বজলুর রশিদ জানান, ঋনগ্রস্থ হওয়ায় সে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ওই ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ