গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার মুরগী পট্টিতে এ ঘটনা ঘটে। নিহত যুবক রহনপুর পৌর এলাকার স্টেশন হঠাৎপাড়ার আল্ আমিনের ছেলে রাজন বিশ্বাস (২২)। এ ঘটনায় ঘাতক বন্ধু রহনপুর পৌর এলাকার স্টেশন বাজার মুরগী পট্টি এলাকার মাসুদ রানার ছেলে আশিক (২০) কে আটক করেছে পুলিশ। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহতাব আলী জানান, শুক্রবার দুপুরে ওই
এলাকায় মাসুদ রানার ছেলে আশিক (২০) স্টেশন হঠাৎপাড়ার আল্ আমিনের ছেলে রাজন বিশ্বাস (২২) কে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। গুরুত্বর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে জেলার বিশেষ শাখার উপ-পরিদর্শক আসলাম খানের নেতৃত্বে ডিএসবি সদস্যরা ঘাতক আশিককে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শিশাটোলা গ্রাম থেকে আটক করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
খবর ২৪ ঘন্টা/আর