ঢাকাশুক্রবার , ৩১ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

omor faruk
মে ৩১, ২০১৯ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোপা আমন মৌসুমে বিনা কর্তৃক উদ্ভাবিত ধানের জাত পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. বিরেশ কুমার গোস্বামী। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

কমলা রঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্নিগ্ধা রায়, বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হাসানুজ্জামান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন প্রমুখ। প্রসঙ্গত উপজেলার প্রায় ৫০ জন কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।