গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে কালভার্টে বাধদিয়ে পানি নিস্কাষনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাসেত আলী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নটির শিবরামপুর গামী রাস্তার গোয়ালমোড় নামক স্থানে নির্মিত কালভার্টে ওই এলাকার আজিজুল হক গায়ের জোর দেখিয়ে মাটি ও বালুভর্তি বস্তা দিয়ে বন্ধ করে দেয়। ফলে সামান্য বৃষ্টিতে ওই রাস্তাটিতে হাটু পানির জমে যায়। তাতে যানবাহন ও জনসাধারণের চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ।
বিষয়টি নিয়ে একাধিকবার ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও অবস্থার কোন রকম উন্নতি হয় নি।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুল হক জানান, ওই কালভার্ট দিয়ে যে পানি নিস্কাষন হচ্ছে তাতে তার বাড়ির ক্ষতি হচ্ছে। এ কারনে তিনি পানি নিস্কাশন বন্ধ করে দিয়েছেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেয়া হলে বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিদেশনা দেন ইউএনও মিজানুর রহমান।
এ প্রসঙ্গ বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম জানান, কালভার্টের বিষয়টি নিয়ে উভয়পক্ষকে ডেকে সমাধান করা হবে।