গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকালে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচির সভাপতিত্বে এ আলোচনা
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক আতিকুল ইসলাম আজম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। দিবসটি পালন উপলক্ষে এক গণসাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়।
আর/এস