1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে অর্থের বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

গোমস্তাপুরে অর্থের বিনিময়ে সরকারি বই বিতরণের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের সরকারি বই বিতরণে অর্থ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৩ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের জনৈক অভিভাবকের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন সরকারি বই বিনামূল্যে বিতরণের কথা থাকলেও ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট হতে জনপ্রতি ৪০০ টাকা এছাড়াও অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিকট হতে জনপ্রতি ৫০০ টাকা করে অর্থের বিনিময়ে নতুন সরকারি বই সরবরাহ করেছে স্কুল কর্তৃপক্ষ।

অর্থ না দিলে অনেক শিক্ষার্থীকে নতুন বছরে নতুন সরকারি বই দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ প্রসঙ্গে ইউএনও শিহাব রায়হান জানান, তিনি বিষয়টি অবহিত হয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুল হামিদকে বই না পাওয়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছি।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগমকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

অভিযুক্ত ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আবদুল হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিভাবকরা যে অভিযোগ করেছে তা সত্য নয়। শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে সেশন চার্জ বাবদ এ অর্থ নেয়া হচ্ছে। নতুন সরকারি বই বিতরণের জন্য কোন অর্থ নেয়া হয়নি।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST