লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী ও অনার্স কলেজের আয়োজনে প্রতিষ্ঠানের মাঠে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গোপালপুর ডিগ্রী ও অনার্স কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কলাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা র্নিবাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ । এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যগণ, সুধীজনরা ও শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
খবর২৪ঘণ্টা.কম/নজ