গোদাগাড়ী প্রতিনিধিঃ গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেমতলীর সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনচার্জ ও কমিটির সদস্য সচিব ডা. মোঃ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যে হাসপাতালের সেবা ও উন্নয়ন সহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি ও গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য ও গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন, মা ও শিশু স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. ইসরাত আরা, পরিবার ও পরিকল্পণা কর্মকর্তা মিজানুর রহমানসহ হাসপাতালে কর্মরর্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সভায় হাসপাতালের সেবা আরো উন্নত ও রোগীদের সেবা যাবে সর্বোচ্চ প্রদান করা যায় সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসে । এছাড়াও হাসপাতালে কর্মরত ডাক্তারদের ডেপুটেশনে থাকা থেকে ফিরিয়ে নিয়ে আসা, রোগীদের ঔষধ প্রদানে কোন প্রকার লাফলতি না থাকা, যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাসহ সকল সেবা সর্বোত্তম প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ