গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীর মাদক শহিদুল ইসলাম ভোদল কে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন হলের মোড় হতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক সম্রাট শহিদুল ইসলাম ভোদল মহিশালবাড়ী এলকার আফসার আলী ডাকুর ছেলে।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিযে শহিদুল ইসলাম ভোদল হেরোইন নিয়ে গোদাগাড়ী সদর হতে তার নিজ বাড়ীতে এই সময় থানা পুলিশ ফায়ার সার্ভিস সংলগ্ন হলের মোড়ে তল্লাসী চৌকি বসায়। শহিদুল ইসলাম সেই সময়ে আসলে তার দেহ তল্লাসী চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে।
ওসি আরও জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানা, পবা থানা ও নঁওগা জেলার মহাদেবপুর থানায় মাদক মামলা রয়েছে। সে গোদাগাড়ী থানা পুলিশ সহ সকল গোয়েন্দা সংস্থার তালিকা ভুক্ত মাদক সম্রাট।
জানাযায়, শহিদুল ইসলাম ভোদল ডিম বিক্রেতা হতে অল্প সময়ে মাদক ব্যবসায় করে কোটিপতি হয়েছে। সে রাজশাহী শহরে দুইটি বাড়ী, আবাদি জমি ১০০ বিঘা, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, দুইটি কারসহ বিশাল অর্থবিত্তের মালিক হয়েছে। সে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত বলে একাধিক সূত্র জানাগেছে। শহিদুল ইসলাম ভোদলের শক্তিশালী মাদক সিন্ডিকে তারাও বিশাল অর্থবিত্তের মালিক ।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম জানান, সরকারের মাদক বিরোধী অভিযানে আমাদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। গোদাগাড়ীর মাদকের যে ভয়াল আগ্রাসন তা প্রতিরোধ করতে এই অভিযান চলবেই বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ