গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মাদক স¤্রাট মোঃ আনারুল (৫০) কে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সে গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।
জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি চৌকসদল শহিদ ফিরোজ চত্ত্বরের পাশে আল-মদিনা ডেকোরেটরের কাছে নিমতলা এলাকায় অবস্থান নেয়। পুলিশের কাছে গোপন সংবাদ ছিলো মাদক সম্রাট আনারুল হেরোইন নিয়ে বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। পুলিশ সেই সময়ে আনারুল কে আটক করে দেহ তল্লাসী চালিয়ে ২ শত গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম মাদক স¤্রাট আনারুলের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সে একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন হতে এই ব্যবসায় করে আসছে। বর্তমান সময়ে সব মাদক ব্যবসায়ীরা যখন গা ঢাকা দিয়েছে সে এই সময়ে প্রকাশ্যে ঘুরাফেরা ও গোপনে মাদক ব্যবসায় করে যাচ্ছিলো।
তার বিরুদ্ধে ২০১৩ সালে ২০ জুলাই মাদক মামলা রয়েছে। মামলা নাং ২১। সেই সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ এর ১ (ক) ধারায় এজাহার ভুক্ত আসামী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
মাদক সম্রাট আনারুল পুলিশের তালিকাভুক্ত মাদক সম্রাট হওয়ার পরেও তার পক্ষে দুই দালালকে থানার আশেপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে এমনকি থানায় ঢুকে বের হতে দেখা গেছে। কিছুদিন আগে সুলতানা পুরি ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আটক করে। সেই সময়ে জানাযায় এই মাদক স¤্রাট আনারুলের ইয়াবা ও হেরোইন বিক্রয় বহন করত।
মাদক ব্যবসার সুবাদে আনারুল আজ শূণ্য থেকে কোটিপতি হয়ে অনেক অর্থবিত্তের মালিক ও জমিজামা গড়ে তুলেছেন। চড়ে বেড়ান দামি ব্যান্ডের মোটর সাইকেলে। মাদক ব্যবসার টাকার জোরে তার এক মেধাহীন ছেলেকে পুলিশে চাকুরী নিয়ে দিয়েছে। সেই মোটর সাইকেলে পুলিশ লেখা স্টিকার লাগানো আছে। ছেলে পুলিশ হওয়ার সুবাদে সে অন্তরালে মাদকের রমরমা ব্যবসায় চালিয়ে যায়। সে বিভিন্ন জায়গাতে বুক ফুলিয়ে বলে আমার ছেলেই তো পুলিশের চাকুরী করে আমার কেউ কিছু করতে পারবে না। তার ছেলে এক এসপির বডি গার্ড বলে জানাগেছে।
এদিকে সরকারের মাদক বিরোধী অভিযান শুরু হলে গোদাগাড়ীর কুখ্যাত মাদক সম্রাটরা অধিকাংশ গা ঢাকা দিয়েছে । কেউ ভারত কেউ বা সীমান্ত এলাকায় অবস্থান করছে এর ফলে বড় গডফাদাররা অধরা থেকেই যাচ্ছে। অপরদিকে গোদাগাড়ী মডেল থানায় সদ্যযোগ দানকৃত নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আলম যোগদান করার পর হতে মাদক ব্যবসায়ীরা আতংকে আছে। জনশ্রুতি আছে যে বর্তমান ওসি জাহাঙ্গীর আলম একজন দক্ষ ও নিষ্ঠাবান অফিসার । তার কাছে কেউ অনৈতিক তদবির বা দালালীকে প্রশ্রয় দেয় না। আর সরকারের মদক বিরোধী অভিযানকে সফল করতে তিনি সদাপ্রস্তত। তিনি অত্যন্ত কৌশলে মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা নজারদি রেখেছেন সময় ও সুযোগ বুঝেই তাদের ধরতে সক্ষম হবে বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ