গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৪ জানুয়ারী শুক্রবার চলতি দায়িত্বে থাকা নির্বাচিত চেয়ারম্যান আলী আজম তৌহিদ মারা গেলে গত ১৮ ফেব্রæয়ারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান এই তফসিল ঘোষণা করেন। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান স্বাক্ষরিত এক তফসিলে জানাযায়, সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় রাজশাহীর পত্র নং ১৭.০৪.৮১০০.০০০.৪১.০১২.১৯-৮৩ তারিখ ১৭-০২-২০২০ মোতাবেক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ১০ বিধির (৩) উপবিধি অনুসারে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান গোদাগাড়ী, রাজশাহী ও রিটার্নিং অফিসার গোদাগাড়ী
উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের সর্বসাধারণের অবগতির জন্য চেয়ারম্যান উপ-নির্বাচনের জন্য সময় সূচি ঘোষণা করেন। সেই মোতাবেক আগামি ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র / অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ রবিবার রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ২৯ মার্চ ভোট গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। বর্ণিত বিধিমালার ১১ বিধির আলোকে আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত ছটির দিনসহ সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে রিটার্নিং অফিসারের কার্যালয় হতে মনোনয়নপত্র গ্রহণ করা যাবে।
এমকে