রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৯২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার টেনা গ্রামের মৃত নুরুল হকের ছেলে সাজিদ হোসেন (২৩) পিতা-মৃত ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার ভুমরাদহ গোড়া ধাপপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে শাহরিয়া শুভ (২১)। আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সরমংলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিÍিতে খবর পেয়ে শনিবার দুপুরে গোদাগাড়ী থানাধীন সরমংলা এলাকায় অভিযান চালিয়ে ৯২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সাজিদ হোসেন ও শাহরিয়া শুভকে আটক করে। আসামীরা জানিয়েছে, তারা গাজীপুর থেকে গত রাতে হেরোইনন কেনার জন্য এসেছিল। হেরোইন কেনার পর গাজীপুর ফেরার পথে র্যাবের হাতে আটক হয়। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর