নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৮৩০ গ্রাম হেরোইনসহ মান্নান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মোহনপুর গ্রামের মিন্টুর ছেলে। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া
ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিশ^নাথপুর গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মান্নানকে ৮৩০ গ্রাম হেরোইসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।