রাজশাহীর গোদাগাড়াীতে ৮০ লাখ টাকা মূল্যের ৮০৫ গ্রাম হেরোইনসহ ইমরান হোসেন (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর তানোর উপজেলার তানোর মধ্যপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে। আজ বুধবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের ৮০৫ গ্রাম হেরোইনসহ ইমরানকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর